Skip to Content

প্রায় ২ লাখ টন সার কিনছে সরকার

September 2, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
প্রায় ২ লাখ টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির আওতায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার আমদানিতে মোট ১ হাজার ৫১৫ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সার আমদানির বিস্তারিত অনুযায়ী, সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে, যার প্রতি টনের দাম ৭৯৫ ডলার এবং মোট ব্যয় ৩৮৯ কোটি ৮৬ লাখ টাকা। রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনা হবে, যার প্রতি টনের দাম ৩৬১ ডলার এবং ব্যয় ১৫৪ কোটি ৯০ লাখ টাকা। মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে ৫৮৫ ডলার প্রতি টন দরে, ব্যয় ২১৫ কোটি ২৮ লাখ টাকা।

চীন থেকে আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে ৭৯৩.৭৫ ডলার দরে, এতে ব্যয় হবে ৩৮৯ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড এবং ৩০ হাজার টন ব্যাগড ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় যথাক্রমে ১৯১ কোটি ৪৪ লাখ ও ১৭৪ কোটি ৩৩ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, এই সার আমদানির সিদ্ধান্ত দেশের কৃষি উৎপাদন ধরে রাখা এবং কৃষকের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।
Editorialnews24 September 2, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages