Skip to Content

গুরুত্ব দেওয়া হচ্ছে সাড়ে ৩ ঘণ্টা

September 3, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। এই সময়টিকে অপরাধীদের জন্য ‘সুবর্ণ সুযোগ’ মনে করে পুলিশ বাড়তি সর্তকতা নিচ্ছে।

মঙ্গলবার মধ্যরাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। আগেই মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি), সিটিটিসি এবং অন্যান্য ইউনিট এই সময়টিতে সক্রিয় থাকবে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, "প্রতিদিন ২৪ ঘণ্টাই টহল ও চেকপোস্ট চালু থাকে, তবে ভোর ৫টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত সময়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ছিনতাইকারী ও নাশকতাকারীরা এ সময়টিকে কাজে লাগাতে চায়।"

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি গুজব রটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার দিকেও কড়া নজর রাখা হচ্ছে।

এদিকে, গতকাল ভোরে বনানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এর আগে রোববার ধানমণ্ডিতেও একই ধরনের কর্মসূচি পালিত হয়। বনানীর ঘটনায় এসআই আবু তারেক একটি মামলা দায়ের করেছেন এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে ছিনতাই, চুরি, কিশোর গ্যাংসহ যেসব অপরাধ চক্র আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, তাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, "অপরাধীদের নির্বিঘ্ন চলাচল ঠেকাতে বাড়তি নজরদারি নেওয়া হয়েছে। চেকপোস্ট বা টহলে দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর কিছু এলাকায় বিশেষ করে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের যানজটে আটকে পড়া যাত্রী ও চালকরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। অনেক জায়গায় সড়কবাতি না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধী চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠেছে—তারা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনসহ ছিনতাইয়ে জড়িত রয়েছে।

Editorialnews24 September 3, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages