ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখায় হিজাব পরার কারণে ষষ্ঠ শ্রেণির ২২ জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একে ‘ইসলামবিদ্বেষী ও ন্যক্কারজনক’ উল্লেখ করে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারের চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (২৫ আগস্ট) পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হিজাব আল্লাহর ফরজ বিধান এবং মুসলিম নারীর পরিচয়। একজন শিক্ষক হয়ে তা নিয়ে কটূক্তি করা সরাসরি ইসলাম বিদ্বেষের শামিল।
তিনি আরও বলেন, শুধু এই ঘটনা নয়—সম্প্রতি ইসলামবিদ্বেষী তৎপরতা বেড়েই চলেছে। সরকারকে এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে তারা দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংসে তৎপর হবে।