মাদারীপুরের শিবচরে মাত্র ৩ মাস বয়সী শিশুকন্যাকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির বাবা রফিকুল ইসলাম শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকেন। ঘটনার দিন তার স্ত্রী রহিমা আক্তার মেয়ে মারিয়াকে নিয়ে বাসা থেকে বের হন, কিন্তু ঘণ্টাখানেক পর তিনি শিশুশূন্য অবস্থায় ফিরে আসেন।
শিশু কোথায়—জানতে চাইলে রহিমা প্রথমে দাবি করেন, কেউ তাকে অচেতন করে শিশুটিকে চুরি করেছে। পরে বলেন, উপশহর এলাকায় কেউ তাকে ফেলে রেখে যায়। তার কথাবার্তা অসংলগ্ন ছিল বলে জানান স্বজনরা।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রহিমা স্বীকার করেন, তিনি নিজেই শিশুটিকে ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের বলেন, রহিমা আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে এবং শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিশুর বাবা জানান, তার স্ত্রী দুই মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বলেন, “আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই।”