Skip to Content

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

September 3, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে স্বামী-স্ত্রী মিলে ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করেছেন। এ ঘটনায়, পুলিশের অভিযানে ইজিবাইকসহ এক আসামি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতের দিকে, বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে শফিউল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শফিউল ইসলাম সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন নামে এক ব্যক্তি তার ইজিবাইক চালাতে বের হন। ওই সময় যাত্রীবেশে এক দম্পতি পার্শ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন। পার্ক দেখার পর ফেরার পথে, যাত্রীবেশী ওই স্বামী-স্ত্রী ইজিবাইক চালকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। একপর্যায়ে, তারা চেতনানাশক সিগারেট খাইয়ে ইজিবাইক চালককে অজ্ঞান করে ফেলেন। এর পর, তারা চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের ইজিবাইক এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায়, ইজিবাইকের মালিক ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করেন। তার তথ্য অনুযায়ী, ইজিবাইকটি ওই এলাকার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, শফিউল ইসলামকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, এবং পুলিশ আরও তথ্য সংগ্রহের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।

Editorialnews24 September 3, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages