Skip to Content

কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

September 3, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

রাজধানীর কুড়িল এলাকায় ইউরোজোন ফ্যাশনের শত শত পোশাক শ্রমিক বকেয়া বেতন ও ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা কুড়িলের মূল সড়কের দুই লেনে অবস্থান নেন, যার ফলে বাড্ডা থেকে উত্তরার দিক এবং কুড়িল থেকে বাড্ডার দিকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন।

এ অবস্থায় গুলশান ট্রাফিক বিভাগ নাগরিকদের বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানায়। জানানো হয়, কুড়িলে ইউরোজোন ফ্যাশনের প্রায় ৫০০ শ্রমিক ইনকামিং ও আউটগোয়িং সড়ক অবরোধ করেছেন, ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকল্প পথে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়: খিলক্ষেত থেকে মহাখালী বা বনানী যেতে কুড়িল ফ্লাইওভার না ব্যবহার করে নিচের রাস্তায় যেতে হবে; রামপুরা থেকে কুড়িলগামী যানবাহনগুলোকে বাড্ডা লিঙ্ক রোড, গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরা যেতে বলা হয়। একইভাবে, রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ হয়ে উত্তরা যাওয়ার বিকল্পও দেওয়া হয়। যারা রামপুরাগামী, তাদের কুড়াতলী, কাকলী, আমতলী বা তেজগাঁও হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

শ্রমিকদের দাবি, কয়েক মাস ধরে তারা ঠিকমতো বেতন পাচ্ছেন না। মালিকপক্ষ সময় দিলেও বারবার বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় তাদের দাবি আদায়ে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Editorialnews24 September 3, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages