ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল না রেখে আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের আদেশই বহাল রেখেছে। এতে করে ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলে তা চ্যালেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন এবং আবেদনটি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠান। আজ আপিল বিভাগ সে স্থগিতাদেশই বহাল রাখে।
এ আদেশের ফলে, নির্ধারিত তারিখ ৯ সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।