রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রায় ৫০০ শ্রমিক কুড়িল এলাকায় রাস্তা অবরোধ করেন। ফলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এতে কুড়িল, বাড্ডা, রামপুরাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
ঘটনার পর গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নগরবাসীকে সতর্ক করে এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, শ্রমিকরা ইনকামিং ও আউটগোয়িং উভয় রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকল্প রুট হিসেবে খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বা বনানীর দিকে যেতে বলা হয়েছে। রামপুরা থেকে কুড়িলগামী যানবাহনগুলোকে বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরার দিকে যেতে বলা হয়। আবার নতুনবাজার হয়ে গুলশান-২ দিয়ে যাত্রারও পরামর্শ দেওয়া হয়।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। ফলে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।