বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট যদি অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দোহারে জেলা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রিজভী বলেন, “আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। যদি ঢাবির শিক্ষার্থীরা নির্বিচারে ভোট দিতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”
নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, “এখন হঠাৎ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। কিন্তু সাধারণ মানুষ ও গ্রামীণ জনগণ কি এটা বুঝতে পারে? এটি কখনো ব্যবহার হয়নি এবং জনগণও পিআর পদ্ধতি চায় না।”
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান?” তখন কর্মীরা ‘না’ স্লোগান দেন। রিজভী যোগ করেন, “জনগণ সরাসরি ভোট পদ্ধতিই পছন্দ করে।”
সভায় জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় বিএনপির বিভিন্ন নেতা-কর্মী বক্তব্য রাখেন।