ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে হত্যার পরিকল্পনা করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ, এমন অভিযোগ করেছেন তার সহপাঠী আবু সাদাত সাইম।
সাইম তার ফেসবুক পোস্টে লেখেন, সাদ্দাম-ইনানের নেতৃত্বাধীন ছাত্রলীগ যখন সক্রিয়, তখন মুসাদ্দিক একাই তাদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়েছেন। শিক্ষার্থী সংসদে পোস্ট দিয়ে তিনি হল থেকে তাদের সরে যাওয়ার আহ্বান জানান, যার জেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, মুসাদ্দিকের প্রতিবাদী ভূমিকার কারণে তৎকালীন ভিসি মাকসুদ কামালও উদ্বিগ্ন হয়ে তার ছাত্রত্ব বাতিলের হুমকি দেন। সৈকতের বিদ্যুৎ ব্যবসা ও কোটা আন্দোলনে তার ভূমিকার বিরুদ্ধেও সরব ছিলেন মুসাদ্দিক।
সাইম লিখেছেন, “মুসাদ্দিক বাংলার গৌরব। ডাকসুতে তার মতো সাহসী নেতৃত্বের জয় হোক।”
উল্লেখ্য, মুসাদ্দিক ব্যালট নং ৯ নিয়ে ডাকসু নির্বাচনে লড়ছেন।