মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্যরা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ প্রকল্পের তিন ধাপের পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং জিডিপিতে যুক্ত হবে ১৫০ বিলিয়ন ডলার।
প্রধান উপদেষ্টা বলেন, “এই অঞ্চল শুধু গভীর সমুদ্রবন্দর নয়, বরং একটি নতুন শহরের জন্ম হবে। মহেশখালী হবে আন্তর্জাতিক কানেক্টিভিটির কেন্দ্র। সমুদ্রই হবে আমাদের বিশ্বমুখী মহাসড়ক।”
তিনি সমুদ্র অর্থনীতি, গবেষণা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র, ওশান ইকোনমি কনফারেন্স এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।
এছাড়াও, ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।