আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে আরও ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এই ৪ হাজার এএসআইয়ের অর্ধেক সরাসরি নিয়োগ ও বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে নেওয়া হবে।
এর আগে পুলিশের সদর দপ্তর জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করেছে, যেখানে ২ হাজার শূন্য পদ উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে ঢাকায় (১৬৭টি), এরপর চট্টগ্রামে (১০৬টি)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, দ্রুত নিয়োগ নিশ্চিত করতে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে। এতে নির্বাচন ঘোষণার আগেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে বাহিনী প্রস্তুত করা সম্ভব হবে।