পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শ্বশুর-শাশুড়ি ও তিন মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে একই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন দুই জা।
জানা গেছে, ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী নাজমা ও কুলচান সোমবার বিকেলে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন।
পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার দুই গৃহবধূকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, পরিকল্পনা করেই ঘরে সবাইকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়েছিলেন, যেন পালানোর সময় কেউ বাধা না দেয়।
পুলিশ ভ্যানে বসেই বড় বউ কুলচান বলেন, “চায়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, যাতে কেউ আটকাতে না পারে।”
এক প্রেমিকের সঙ্গে দুজন পালিয়েছেন কি না, জানতে চাইলে উত্তর দেন, “হ্যাঁ।”
তবে প্রেমিক আরিফ এখনো পলাতক।