রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মুহিতের (২৬) লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় লক্ষীটারী ইউনিয়নের কেল্লার পার এলাকায় তার লাশ ভেসে ওঠে।
মুহিত লালমনিরহাটের কালিগঞ্জের তুষভান্ডার কাশিরাম এলাকার বাসিন্দা এবং চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছিলেন।
মঙ্গলবার সকালে বন্ধুদের সঙ্গে শখ করে নদীতে মাছ ধরতে গিয়ে সাঁতার না জানায় মুহিত গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়।