রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব দেন মালয়েশিয়ার সাবেক এমপি ও এপিএইচআরের কো-চেয়ার চার্লস সান্তিয়াগো।
তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের নেতৃত্বে অর্থ সংগ্রহ এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপ জরুরি।
প্রধান উপদেষ্টা বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকটে আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া ও ফিলিপাইনের সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা এবং এপিএইচআরের কর্মকর্তারা।