গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় পরিত্যক্ত ডোবায় পড়ে ইয়ানুর (২) ও হাবিব (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুই একই বাড়িতে বসবাসকারী ভাড়াটিয়া পরিবারের সদস্য। ইয়ানুরের বাবা মো. আজাদ জামালপুরের এবং হাবিবের বাবা আমির হোসেন টাঙ্গাইল জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খেলতে গিয়ে দুই শিশু বাড়ির পেছনে যায়। অনেকক্ষণ না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিত্যক্ত ডোবায় একে একে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে।
প্রথমে উদ্ধার হওয়া হাবিবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর ডোবা থেকে ইয়ানুরের মরদেহও উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ডোবাটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।