গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মুদিখানা মার্কেট এলাকার কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ করে একটি দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। সর্বমোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শাপলা ম্যানশনের পেছনে কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তিনি আরও জানান, পানির স্বল্পতা ও ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। পরে পাশের একটি পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। অবশেষে সকাল ৭টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নির্ধারণ করা যায়নি।