২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামির খালাসের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের সাত সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মামলাটিতে দেওয়া হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছিল রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দেয়।
চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট মামলার বিচারিক রায় বাতিল করে খালাস দেন সব আসামিকে। রায়ে বলা হয়, বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং তা আইনি দৃষ্টিকোণ থেকে টেকসই নয়। একই সঙ্গে চার্জশিটকেও আইনত গ্রহণযোগ্য মনে করেননি আদালত।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় দলের নারী নেত্রীসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের অনেকেই এখনও স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, কেউ কেউ স্থায়ী পঙ্গুত্বে ভুগছেন।
২০১৮ সালে বিচারিক আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে সেই রায় ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। হাইকোর্ট বিচারিক রায় বাতিল করে সব আসামিকে খালাস দিলে রাষ্ট্রপক্ষ আপিল করে, যা আজ আপিল বিভাগে চূড়ান্তভাবে খারিজ হয়।