গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদাবাজার এলাকা থেকে প্রায় ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। মূর্তিটির বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াইগ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত মধ্যরাতে এই অভিযান পরিচালনা করে। দিনাজপুর সিপিসির নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে পাচারের সময় মূর্তিটি উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তিটি আলস কষ্টি পাথরের তৈরি এবং এটি দিনাজপুরের কাহারোল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মূর্তি পাচারের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।