দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ১১২ জন এবং ঢাকার বাইরে বরিশাল ৮৮, ঢাকা বিভাগ ৭০, চট্টগ্রাম ৫০, খুলনা ও রাজশাহী ১৬ করে, ময়মনসিংহ ১০ এবং সিলেটে ১ জন ভর্তি হন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩,৩০৯ জন।