জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে নিজেরাই উচ্ছেদে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার গুচ্ছ ভাস্কর্য চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে এ অবৈধ স্ট্যান্ড। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হয়। প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও সংহতি জানান। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।