বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রধান দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) শুরু হয়ে এই সম্মেলন চলবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত। সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান রোধ ছাড়াও পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ ও ভারতীয় মিডিয়ার বাংলাদেশবিরোধী প্রচারণা নিয়ে আলোচনা হবে।
এছাড়াও সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা, ১৫০ গজের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড, অননুমোদিত স্থাপনা, আন্তঃসীমান্ত অপরাধ ও যৌথ সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে দুই পক্ষ যৌথ উদ্যোগ নেবে বলে জানা গেছে।