চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলায় নাটকীয় মোড় এসেছে। মামলার বাদী মো. মুছা শুরুতে সাজ্জাদের জামিনে আপত্তি না থাকার কথা বললেও পরে আদালতে জানান, ভয় ও চাপে তিনি সে স্বাক্ষর করেছিলেন। এখন তিনি জামিনের বিরোধিতা করছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী বাদীর নতুন আবেদন নথিভুক্ত করার নির্দেশ দেন।
২০২৩ সালের ২১ অক্টোবর চান্দগাঁওয়ের অদূরপাড়ায় চা দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে। তার বাবা পরদিন হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছোট সাজ্জাদসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়।
বাদীর অভিযোগ, ১৭ আগস্ট তাকে ভয় দেখিয়ে জামিনে আপত্তি না থাকার মর্মে আদালতে একটি দরখাস্তে স্বাক্ষর করানো হয়। পরে তিনি আদালতে আবেদন করে তা বাতিল করতে বলেন।
ছোট সাজ্জাদ একজন পেশাদার খুনি ও চাঁদাবাজ বলে জানা গেছে, যার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ১৫ মার্চ তাকে ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান, সাজ্জাদ ১৫-২০ জনের সন্ত্রাসী দল নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন।