রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের প্রেক্ষিতে আসিয়ান জোটকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে 'আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস' (এপিএইচআর)।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক এমপি চার্লস সান্তিয়াগো জানান, রোহিঙ্গা ইস্যু পুরো আসিয়ান অঞ্চলের জন্য হুমকি, এবং এটি কোনো বিচ্ছিন্ন সংকট নয়।
সংস্থাটি বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জানায়, সংকট নিরসনে আসিয়ানকে মানবিক তহবিল গঠনের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি তাদের পরবর্তী সভায় অগ্রাধিকার দিতে হবে।
সাংবাদিকদের জানানো হয়, বিভিন্ন দেশ থেকে অর্থ সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পে খাদ্য ও সেবা সংকট তৈরি হচ্ছে, যা দ্রুত সমাধান জরুরি।
চার্লস সান্তিয়াগো বলেন, ২০১৮ সালে আসিয়ান সংসদ সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন, যদিও সাম্প্রতিক বছরগুলোতে মনোযোগ কিছুটা কম ছিল।
সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত সমাধান না হলে রোহিঙ্গা সংকট আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।