সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথরে আবারও পর্যটকদের ভিড় বাড়ছে। ফিরে এসেছে স্বাভাবিকতা, স্বস্তি ফিরেছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও। তবে এখন আর আগের মতো পাথর উত্তোলনের চিত্র দেখা যাচ্ছে না। চলছে লুট হওয়া পাথর ফেরত এনে প্রতিস্থাপনের কাজ।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্দেশে এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫৬ কোটি টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) আলটিমেটামের মেয়াদ শেষে চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এরইমধ্যে বিছনাকান্দি, জাফলং, উৎমাছড়া, রাংপানি ও শারফিন টিলাতেও পাথর প্রতিস্থাপন চলছে। কোম্পানীগঞ্জ ইউএনও জানান, প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর ইতোমধ্যে প্রতিস্থাপন হয়েছে। বাকি অংশ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এবার পেলোডার ও ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে দ্রুত প্রতিস্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।