উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—উল্লেখিত চার বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত বা সামান্য বৃদ্ধি পেতে পারে।