Skip to Content

৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: যেভাবে হবে এবারের আয়োজন

September 4, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে সরকার। এবার ৮ম শ্রেণির সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষার কাঠামো:
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই ৫টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৫০০ নম্বরের পরীক্ষা হবে। সময় ৩ ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। প্রশ্ন হবে এনসিটিবির পাঠ্যবই অনুসারে।

বৃত্তির ধরন ও ফি:
দেওয়া হবে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃত্তির অর্ধেক ছাত্রী ও অর্ধেক ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে।

ভর্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান:
বিদ্যালয় পরিবর্তন করলে আগের বিদ্যালয়ের মেধাক্রম অনুযায়ী নতুন প্রতিষ্ঠানে তালিকাভুক্ত করা যাবে। তবে অননুমোদিত শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা ও ফল বাতিল করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এবারের বৃত্তি পরীক্ষা হবে আরও স্বচ্ছ ও কাঠামোবদ্ধ।

Editorialnews24 September 4, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages