কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম। সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শুনানিতে আইনজীবী দাবি করেন, আফ্রিদির বিরুদ্ধে মামলার অভিযোগে তার সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, আফ্রিদির স্ত্রী গর্ভবতী এবং তার প্রস্রাবে রক্ত দেখা যাচ্ছে, তাই মানবিক কারণে জামিন প্রার্থনা করা হয়।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আফ্রিদিকে ‘মিডিয়া সন্ত্রাসী’ উল্লেখ করে রিমান্ড চেয়ে বলেন, তিনি আন্দোলনের সময় লাইভে এসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সহিংসতায় উসকানি দিয়েছেন।
সব শুনানি শেষে আদালত আফ্রিদির জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে আফ্রিদিকে আদালত থেকে বের করার সময় দেখা যায়, তিনি পেটে হাত দিয়ে খুড়িয়ে হাঁটছেন ও জুতা হারিয়ে খালি পায়ে আছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত আসাদুল হকের ঘটনায় করা হত্যা মামলায় আফ্রিদি ১১ নম্বর ও তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।