নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন পাভেল গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় ঢাকাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ৫ আগস্ট ২০২৪ থেকে আত্মগোপনে ছিলেন।
জলঢাকা থানার ওসি জানান, ওই মামলায় তাকে গ্রেপ্তারে শ্যোন অ্যারেস্ট চলছিল।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট জলঢাকা বাজারে ছাত্রদের মিছিলে পাভেলসহ অন্যরা লাঠি, ছোরা ও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালান, এতে একজন গুরুতর আহত হন।