Skip to Content

মহানবী (সা.)-এর আদর্শ শান্তি ও কল্যাণের পথপ্রদর্শক: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

September 5, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করে বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, মহানবীর আদর্শ মুসলমানদের জন্য সফলতা ও শান্তির পথ দেখায়। তিনি ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’—সমগ্র বিশ্বের জন্য রহমত।

ড. ইউনূস আরও বলেন, মহানবী (সা.) মানবজাতিকে আলোর পথে আহ্বান করেছিলেন, কুসংস্কার, অন্যায় ও অবিচার থেকে মুক্তির দিশা দেখিয়েছেন।

তিনি বলেন, পবিত্র কোরআনে মহানবীর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ’ বলা হয়েছে—সুন্দরতম আদর্শ হিসেবে। এ আদর্শ যুগে যুগে মানবতার পথপ্রদর্শক হবে।

সবশেষে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন, মহানবীর আদর্শ অনুসরণের মধ্যেই ইহকাল ও পরকালের কল্যাণ নিহিত।

Editorialnews24 September 5, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages