রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, শেখ হাসিনা ভিন্ন ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ব্যবহার করেছেন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, সালমান এফ রহমান প্রো-পাকিস্তান মনোভাবের কারণে ভারতের অপছন্দের ছিলেন। তাই শেখ হাসিনা তাকে দিয়ে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। অন্যদিকে, কাদেরসহ অন্যদের দিয়ে ভারতকে খুশি রাখেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ছিলেন মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক ও সালমান এফ রহমান। বর্তমানে এই তিনজনকে 'মার্কিন ডিপ স্টেট'-এর এজেন্ট হিসেবে অভিযুক্ত করা হচ্ছে, যারা সরকারের ভেতর থেকে ক্ষতি করেছেন।
রনি বলেন, শেয়ারবাজার ও জ্বালানি খাতের দুর্নীতিতে যারা জড়িত ছিলেন, তারাই শেখ হাসিনার দুর্দিনে কোনো সহায়তা না করে উল্টো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন।