জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের লাইব্রেরি থেকে বই চুরির খবর প্রকাশের পর সাংবাদিককে নিয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “আগে ছাত্রলীগ ছিল, তারাই ভালো ছিল, ধরে ধরে পিটাইতো—ওটাই ঠিক ছিল।” একইসঙ্গে তিনি সাংবাদিককে ‘হলুদ সাংবাদিক’ বলে আখ্যায়িত করেন এবং তাকে হলের শৃঙ্খলা কমিটিতে হাজির হয়ে জবাবদিহির নির্দেশ দেন।
তিনি আরও বলেন, “হলে কিছু মেয়ে আছে, তারা এখনই সবকিছু চায়। এত তাড়াহুড়ো কেন? সাংবাদিক আবার দৌড় দিয়ে নিউজ করে দিয়েছে।”
প্রাধ্যক্ষ আঞ্জুমান আরা রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, “সাদা দলের কেউ না থাকায় আমি প্রভোস্ট হয়েছি। নির্বাচন হলে দায়িত্ব ছেড়ে দেব।”
বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য দুজনই ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। উপাচার্য জানান, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।