প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষকের নিয়োগ পরিকল্পনাকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, সংগীত নয়, প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তারা বলেন, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মুসলিম দেশে ধর্মীয় শিক্ষক বাদ দিয়ে সংগীত শিক্ষক নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গেজেট বাতিল না হলে রাজপথে গণআন্দোলন গড়ে তোলা হবে। সেইসঙ্গে দাবি করেন, প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে মাদ্রাসা শিক্ষিতদের কর্মসংস্থান হবে এবং শিক্ষার মানও উন্নত হবে।
তারা আরও বলেন, পশ্চিমা প্রভাবিত কিছু এনজিও ও সুশীল গোষ্ঠী দেশের শিক্ষাব্যবস্থায় ‘ডি-ইসলামাইজেশন’ চালাচ্ছে, যা বন্ধ করা দরকার। ইসলামের নামে জীবন উৎসর্গকারী আলেম-ওলামাদের সম্মান রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।