চট্টগ্রামের ১০৬টি স্কুলের ৬ হাজার ২৮ শিক্ষার্থী বই পড়ে পুরস্কার পেয়েছে। শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক মূল্যবোধ গঠনে বই পড়ার গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সবাইকে আরও বেশি বই পড়ার আহ্বান জানান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে তিনি এ কথা বলেন।
গ্রামীণফোনের সহায়তায় আয়োজিত এই আয়োজনে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার নেয় ৯০টি স্কুলের ৫ হাজার ৩৮০ শিক্ষার্থী, আর ১৬টি স্কুলের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শিক্ষক ও সংগঠকেরা।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৫০ জন ছাত্রী ও ১ হাজার ৩৩০ জন ছাত্র। এর মধ্যে ৩ হাজার ৯১ জন ‘স্বাগত পুরস্কার’, ১ হাজার ৯২৪ জন ‘শুভেচ্ছা পুরস্কার’, ৮৮২ জন ‘অভিনন্দন পুরস্কার’ ও ১৩১ জন ‘সেরা পাঠক পুরস্কার’ লাভ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, ডা. আবদুন নূর তুষার, গ্রামীণফোনের মোরশেদ আহমেদ, অধ্যাপক আলেক্স আলিম এবং সাবেক সচিব শামীম আল মামুন।
বক্তারা বলেন, বই পড়ার অভ্যাস শিশুদের জ্ঞান ও কল্পনাশক্তি বাড়ায়, সৃজনশীল ও মানবিক মানুষ হতে সাহায্য করে।