রোহিঙ্গারা তাদের অধিকার নিশ্চিত হলে স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সংলাপের দ্বিতীয় দিনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি বলেন, সংলাপে রোহিঙ্গারা প্রথমবারের মতো সরাসরি তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেছেন। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের প্রস্ততিতেই এই সংলাপ আয়োজন করা হয়েছে।
ড. খলিলুর রহমান বলেন, ছয়টি বিষয় সংলাপে গুরুত্ব পেয়েছে—রোহিঙ্গাদের কণ্ঠস্বর নিশ্চিতকরণ, সম্মানজনক প্রত্যাবাসন, আন্তর্জাতিক সহায়তা, আস্থা ও সংলাপ বৃদ্ধি, মিয়ানমারের অপরাধ দমন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
তিনি জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে কাজ করছে বাংলাদেশ। এসময় তিনি সীমান্তের নিরাপত্তা সংকট মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর একযোগে কাজের আহ্বান জানান।
সংলাপে আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও রোহিঙ্গা প্রতিনিধিরা বিভিন্ন দিক থেকে সমাধানের প্রস্তাব দেন। সংলাপটি আগামীকাল শেষ হবে।