Skip to Content

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস

September 6, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য ‘জশনে জুলুস’। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই দিনে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে এই শোভাযাত্রা হয়।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা হয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসে এবং সেখানে শান্তি সমাবেশে মিলিত হয়।

ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। শোভাযাত্রায় ছিল কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড ও গাজার যুদ্ধবিরতির বার্তা। অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ।

সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, “রাসুল (সা.) আমাদের মানবতা, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা দিয়েছেন। আজকের অস্থির বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো তাঁর আদর্শ বাস্তবায়ন।”

Editorialnews24 September 6, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages