ঢাকায় মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর। যাত্রী চাহিদা পূরণে নতুন কোচ না এনে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ জানিয়েছেন, অতিরিক্ত কোচ সংযোজন সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ হওয়ায় আপাতত ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। এতে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে, যদিও এতে কিছুটা বাড়তি জনবল ও জ্বালানি খরচ লাগবে।
বর্তমানে প্রতি ট্রেনে ৬টি কোচ থাকায় গাদাগাদি করে ২,৩০০ যাত্রী বহন সম্ভব হচ্ছে। কোচ সংখ্যা বাড়ালে আরও যাত্রী পরিবহন করা যেত, তবে সেই পরিকল্পনা স্থগিত রয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও অংশ দিয়ে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। পরে মতিঝিল পর্যন্ত সম্প্রসারণে যাত্রী চাপ আরও বেড়ে যায়। এই চাপ সামলাতে ট্রেন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।