স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত প্রধান আসামি নৌ-ডাকাত নয়ন-পিয়াসসহ কয়েকজন পাশের দেশে পালিয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেন, "ওরা দেশে ফিরলে ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।"
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর গ্রামে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এ অঞ্চলে দীর্ঘদিন ধরে নৌ-ডাকাতদের তৎপরতা চলছিল, এবং হামলার সময় তারা অস্ত্র লুট করে। ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র এখনো তাদের কাছেই রয়েছে। এগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
উপদেষ্টা আরও জানান, অস্থায়ী ক্যাম্পটি স্থাপনের পাশাপাশি স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ থানা নির্মাণের কাজ শুরু হয়েছে। এ সময় সাংবাদিকরা স্থানীয় আলু চাষিদের সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, সরকার আলুর মূল্য নির্ধারণ করেছে এবং বিষয়টি নিয়মিত মনিটর করা হচ্ছে।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২২ আগস্ট গজারিয়ার জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। মাত্র তিন দিন পর, ২৫ আগস্ট, নয়ন-পিয়াস বাহিনী সেখানে গুলি ও ককটেল হামলা চালায়। পরে নয়নের বড় ভাই রিপনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।