ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলাম অনুযায়ী, সত্য প্রচার ও অশ্লীলতা পরিহার করা অপরিহার্য।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘নবীজির (সা.) শিক্ষার আলোকে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের ভূমিকা।’
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তা-চেতনা ও সমাজে ব্যাপক প্রভাব ফেলছে। সঠিকভাবে ব্যবহার করলে এটি জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত ও নৈতিকতা বিকাশের শক্তিশালী মাধ্যম হতে পারে। তবে এর অপব্যবহার সমাজে গুজব, বিভ্রান্তি ও অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।
সম্মেলনে পাকিস্তান, ফিলিস্তিন, বাহরাইন ও মিশরের প্রতিনিধি ও আলেমরা বক্তব্য রাখেন।