চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুছের গাড়ি ভাঙচুরের ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে রাখায় ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সূত্রপাত হয় একটি উসকানিমূলক ফেসবুক পোস্ট ঘিরে। এ ঘটনায় আরিয়ান ইব্রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।