Skip to Content

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

September 7, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘুষ-কেলেঙ্কারির ঘটনায় আলোচিত ‘ছাগলকাণ্ড’-খ্যাত সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কারাগারে থাকা অবস্থায় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ জেলা পুলিশের ১১ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, আবু সাঈদ মিয়া ও রবীন্দ্র দাস।

শনিবার (৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশ অফিস থেকে জারি করা আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হয়ে কিশোরগঞ্জ কারাগারে আটক ছিলেন মতিউর রহমান। ১২ আগস্ট তাকে মামলার শুনানির জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। শুনানি শেষে কিশোরগঞ্জে ফেরার পথে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা উৎকোচের বিনিময়ে তাকে একটি আলাদা কক্ষে খাওয়াদাওয়ার বিশেষ সুযোগ করে দেন। অন্যদিকে, সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, "ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের কোনো সদস্যের অসদাচরণ বরদাস্ত করা হবে না।"

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages