Skip to Content

আসন বিন্যাসের প্রতিবাদ: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

September 7, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ শুরু হয়। ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

জানা যায়, নির্বাচন কমিশন সম্প্রতি একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন অভিযোগ করেন, “বিজয়নগরকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করা হয়েছে। চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে অন্য আসনে যুক্ত করার ফলে এই এলাকার মানুষ প্রশাসনিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উন্নয়ন থেকে বঞ্চিত হবে তারা।”

বক্তারা দাবি করেন, এই দুই ইউনিয়নকে অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনঃঅন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages