ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় একটি ট্রাক ও বাসের সংঘর্ষে দুইজন মারা গেছেন, আর বাস চালক গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) এবং বাসের হেলপার মো. রফিক (৬০)। গুরুতর আহত যাত্রীদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন। বাস চালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ জানান, দুর্ঘটনায় ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিবহনগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।