নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে একযোগে দুইটি মহাসড়ক অবরোধ করেছে পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষুব্ধ জনতা। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে নামে তারা।
পাবনায়
পাবনা-১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা। বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে টায়ার জ্বালিয়ে ও ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ করেন স্থানীয়রা।
তাদের দাবি— বেড়াকে অন্যায্যভাবে আলাদা করে নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে, যা অবিলম্বে বাতিল করতে হবে। তারা বলেন, “বেড়ার জনগণের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক সাঁথিয়ার সঙ্গে নিবিড়, তাই এই বিভাজন অবিচার।”
ব্রাহ্মণবাড়িয়ায়
একই দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিজয়নগর উপজেলার মানুষ। তারা চান, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে আবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে নেওয়া হোক।
মহাসড়কে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। স্লোগান ওঠে—
“সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই”
“বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না”
“গণদাবি অমান্য হলে গণআন্দোলন হবে”।
উভয় জেলার পুলিশ প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি আরও না ঘোলাটে হয়।
এই দু’টি ঘটনায় নির্বাচন কমিশনের গেজেট ও আসন পুনর্বিন্যাস নিয়ে মাঠপর্যায়ে যে গভীর অসন্তোষ বিরাজ করছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। জনতার দাবি মানতে না হলে বড় ধরনের আন্দোলনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।