প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরকে আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
রবিবার সকালে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি জানান, উমরের বড় মেয়ে বিদেশে রয়েছেন। তিনি ফেরার পরই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন হবে।
জানাজার বিষয়ে ফয়জুল হাকিম জানান, সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
বদরুদ্দীন উমর ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য জীবনে তিনি শিক্ষকতা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে সমাজে অসামান্য অবদান রেখেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত থাকলেও, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তার উদ্যোগেই সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।
বদরুদ্দীন উমরকে স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হলেও তিনি জীবদ্দশায় কোনো পুরস্কার গ্রহণ করেননি।
তার মৃত্যুতে বাংলাদেশের প্রগতিশীল চিন্তাচেতনার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।