Skip to Content

মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

মহাখালী বাস টার্মিনালের সামনে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রোববার দুপুর দেড়টার দিকে একতা পরিবহনের চালক-শ্রমিকরা সড়কের দুই পাশে বাস রেখে রাস্তা বন্ধ করে দেয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সহায়তায় কাজ করছিলেন। এ সময় তাদের সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এবং শ্রমিক নেতারা আলোচনায় বসেন। এর মধ্যেই শিক্ষার্থীরা একতা পরিবহনের কয়েকটি বাস আটকে দেয়, যার জেরে শ্রমিকরা পুরো সড়ক অবরোধ করে।

ঘটনার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। এমনকি মোটরসাইকেল চালকদেরও চলাচল করতে দেওয়া হয়নি। যাত্রীদের অভিযোগ, এই ধরনের সড়ক অবরোধে মানুষের জরুরি প্রয়োজনে যাতায়াতে বড় বাধা সৃষ্টি হচ্ছে।

পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিক নেতা ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages