Skip to Content

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি। সবকিছু কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে।”

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, প্রায় সব দলের রিপোর্ট কমিশনের হাতে এসে গেছে। চলতি মাসের মধ্যেই নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগও রাখা হবে।

সংবিধান ও আইন নিয়ে বিভ্রান্তির বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “প্রস্তাবিত আরপিও (নির্বাচনী আইন) সংশোধনী আইন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। যদি অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকে, তা সমন্বয় করা হবে।”

তিনি আরও জানান, নির্বাচনের প্রস্তুতি নির্ধারিত সময়সীমা মেনেই এগিয়ে চলছে, এবং এ পর্যন্ত তেমন কোনো জটিলতা তৈরি হয়নি।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages