Skip to Content

ডাকসু নির্বাচনে ঢাবি প্রশাসনকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি—বলেন প্রেসসচিব শফিকুল আলম।

আজ (৭ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন। রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডাকসুর ২৮ ও হল সংসদের ১৩টি—মোট ৪১টি পদের জন্য ভোট দেবেন শিক্ষার্থীরা। এসব পদের জন্য প্রার্থী রয়েছেন ৪৭১ জন।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages