Skip to Content

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে হঠাৎ বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি শহরের নিচু এলাকাগুলো হঠাৎ প্লাবিত হয়েছে। শনিবার রাতে ভারি বৃষ্টির পর রবিবার সকাল থেকে চেঙ্গী নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে।

নদীর পানি দুপুরের মধ্যে দুই কূল উপচে নিচু এলাকায় ঢুকে পড়ে। এতে শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের কয়েক শ ঘরবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে যায়।

আচমকা পানি বাড়ায় বহু ঘরে পানি ঢুকে আসবাবপত্র ও গৃহস্থালির জিনিসপত্র নষ্ট হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও উজানে ভারি বৃষ্টির কারণে এ বন্যা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও দুর্গতদের সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages