Skip to Content

ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

September 8, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার রদবদল করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি আদেশ জারি করা হয়।

ডিএমপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তা গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে লাইনওআর শাখার কর্মকর্তা এম এ রউফ খানকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে, লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি জানায়, জনস্বার্থে এই রদবদল করা হয়েছে এবং কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্ব পালন করবেন।

Editorialnews24 September 8, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages